স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও চিঠি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এই চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে ইউএনও উল্লেখ করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আক্রমণাত্মক আচরণ করেন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আঙুল উঁচিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন এবং বিচারিক কাজে বাধা সৃষ্টি করেন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দ্যাট।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অবহিত করলে তিনি বলেন, সব জায়গায় হচ্ছে। পাশ থেকে এক ব্যক্তি মন্তব্য করেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন, এইরকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন।
তিনি উপস্থিত লোকজনকে চুপ থাকতে বলে আরও বলেন, আজকে শুনছি। আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনব না। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না। মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।
এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
আমার বার্তা/মো. রিমন খান/এমই
