ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

  মাল্টিমিডিয়া প্রতিনিধি: ইয়াসিন ইসলাম আপন

কিশোরগঞ্জে ছাত্র জনতার উদ্যোগে জুম্মার  নামাযের পড়ে 'শহীদি মসজিদের' সামনে থেকে  'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি শুরু করে শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ করে। উক্ত কর্মসূচিতে স্কুল,কলেজ,মাদ্রাসা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা 'ওসমান হাদী' হত্যার বিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিদ্রোহী কবিতা,নার্থ এবং গজল গেয়ে প্রোগ্রাম সমাপ্ত করেন।

হাদি আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।