বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কনের নানি নিহত হয়েছেন। বরযাত্রীবাহী একটি দ্রুতগামী মাইক্রোবাস (হায়েস) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুটি বসতঘরের ওপর উল্টে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।


নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে বরযাত্রীবাহী একটি কালো রঙের মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। গাড়িটি বাদামতলা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, "দুটি গাড়ি পাল্লা দিয়ে চলছিল। হঠাৎ কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। এসময় চালক চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যান।"


নিয়ন্ত্রণহীন গাড়িটি সড়কের পাশে থাকা স্থানীয় ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘর দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা প্রায় ১৫ জন যাত্রীর মধ্যে ফাতেমা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিএম হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘাতক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিয়ের আসরে কনের নানির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় এবং দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।