জামিনে মুক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে সকাল ১০টায় অনুষ্ঠিত শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

তবে রাতে আদালত না বসায় রোববার সকালে মাহদী হাসানকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর হলে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


আমার বার্তা/জেএইচ