গজারিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে কালজয়ী সংগ্রামী দেশনেত্রী, গণতন্ত্রের মানবকন্যা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন।

দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, জেলা কৃষকদল আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী ও মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহছান উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলামুজ্জোহা তপন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ