বরিশালে মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় লঞ্চের যাত্রীরা আহত
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে নোঙর করা একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় দূর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চের যাত্রী আবু বকর ছিদ্দিক জানান, সকাল নয়টার দিকে লঞ্চ এমভি মহারাজ-৭ কোদালপুর লঞ্চঘাটের দিকে চলছিল। নদীর তীরের কাছে নোঙর করা একটি মালবাহী জাহাজ ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চচালক জাহাজটি দেখতে না পেরে লঞ্চটির বামপাশের দোতালার অংশের সঙ্গে ধাক্কা লেগে যায়।
দুর্ঘটনায় জিহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতরা পরে লঞ্চের নিচতলায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
আমার বার্তা/এল/এমই
