চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত গিয়ে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এসময় আসবাবপত্র, মালামাল, গ্যারেজে থাকা একটি গাড়ি এবং মূল্যবান বেশকিছু জিনিসপত্র আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার বার্তা/জেএইচ
