গজারিয়ায় সুশৃংখল ও কঠোর নিরাপত্তায় কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৩৯ টি কিন্ডারগার্ডেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃংখল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার প্রথম ঘন্টায় পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রধান অতিথি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন এর সাথে একাধিক শিক্ষক মন্ডলী সহ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়।  পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান অতিথি একে এম গিয়াস উদ্দিন জানান এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতার উন্নতি ঘটার পাশাপাশি লেখাপড়ায় দক্ষতা হয়ে উঠার অন্যতম কৌশল। অ্যাসোসিয়েশন উদ্যোগে এই ধরনের পরীক্ষা চলমান রাখার প্রত্যাশা রেখে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অ্যাসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন জানান দীর্ঘ একুশ বছর ধরে শিক্ষার্থীদের মেধা যাচাই বাছাই প্রক্রিয়ায় বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষায় উপজেলাধীন ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ১২৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে । বাংলা ,ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ চারটি বিষয়ে মোট  ১০০ নাম্বারের পরীক্ষা হয়। সরকারি বৃত্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী অ্যাসোসিয়েশন কর্তৃক উদ্যোগে একই পদ্ধতিতে  বৃত্তি পরীক্ষা নেয়া হয়। উপস্থিত ছিলেন ভবেরচর ওয়াজার আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গাফফার, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন উপদেষ্টা আক্কাস আলী মোল্লা, শিক্ষক আব্দুল জব্বার সহ একাধিক শিক্ষক মন্ডলী।