মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ৮টায় নীলফামারী–সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর হাঁটার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমার বার্তা/এল/এমই
