মধুপুরে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

দশম গ্রেডের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পযর্ন্ত ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান, সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
এ সময় মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্টরা বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য হিসেবে মো: আরিফুল ইসলাম, ফার্মাসিষ্ট ও আহ্বায়ক, তারুণ্যের শক্তি ফার্মাসিষ্ট পরিষদ, কেন্দ্রীয় কমিটি, মো: দুলাল উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি ও ইমেজিং বিভাগ),মোছা: শাহিনুর খাতুন (ফার্মাসিষ্ট), মো: মজিবর রহমান, ফিজিওথেরাপিষ্ট। দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে জোড় আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
আমার বার্তা/মো. নাজমুল হক/এমই
