গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সুষ্ঠু নির্বাচন পরিবেশের আহ্বান কামরুজ্জামান রতনের

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন, গজারিয়া (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণা হওয়ায় তাকে স্বাগত জানাতে স্বাধীনতার পর ৫৩ বছরে প্রথমবারের মতো গজারিয়া জুড়ে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম দেখা গেছে। গত ৪ ডিসেম্বর ২০২৫ বিএনপির হাই কমান্ড রতনের মনোনয়ন ঘোষণার পর থেকেই গজারিয়াবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল ১০টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ঢল নেমে আসে ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায়। দুপুর ১২টার মধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই অংশ জনসমুদ্রে পরিণত হয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত হন।

প্রার্থী কামরুজ্জামান রতন জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নিজ বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, “বিএনপির ৩১ দফা অঙ্গীকারে দেশের সব শ্রেণী-পেশার মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা বলা হয়েছে। আমরা মনোনয়ন প্রত্যাশীরা ঘোষণা দিয়েছিলাম—যাকে দল মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করব। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে দলের সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “বিক্ষোভ-প্রতিবাদ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। শুধু মুন্সিগঞ্জ-৩ নয়, দেশের প্রায় সব আসনেই মনোনয়ন প্রতীক নিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রতন জানান, তার এই পদায়ন দীর্ঘ রাজনৈতিক যাত্রার ধারাবাহিক ফল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসহাক আলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোতাহার হোসেন জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত শীর্ষ নেতা-কর্মী।

গজারিয়ায় কামরুজ্জামান রতনের আগমনকে কেন্দ্র করে জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসন্ন নির্বাচনে তাকে ঘিরে স্থানীয় জনসমর্থনের নতুন বার্তা দিয়েছে।


আমার বার্তা/এমই