জেলের জালে তিনটি শাপলাপাতা মাছ বিক্রি হলো ১২ হাজার টাকায়

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩০ কেজি ওজনের তিনটি শাপলাপাতা মাছ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলামে তোলা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার মাঝি দেলোয়ার হোসেন সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে তিনটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। পরে এগুলো আড়তে ওঠানো হলে নিলামে প্রতি কেজি ৪০০ টাকা দর ধরা হয়। মোট ৩০ কেজি ওজন হওয়ায় মাছ তিনটির দাম দাঁড়ায় ১২ হাজার টাকা।

মাছগুলো ঘাটে ওঠার পর থেকেই কৌতূহলী মানুষ তা দেখতে ছুটে আসেন। স্থানীয়দের মতে, এ ধরনের শাপলাপাতা মাছ এলাকায় কমই ধরা পড়ে, তাই নিলামে বেশ আগ্রহ দেখা গেছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর আসল নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। সমুদ্রে মাছটি পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে। চট্টগ্রাম ও তার আশপাশে মাছটি বেশি পাওয়া গেলেও নোয়াখালীর দিকে কম পাওয়া যায়।

আমার বার্তা/এল/এমই