সোনারগাঁওয়ে গ্যাসের চুলা বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
এর আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।
 
দগ্ধরা হলেন- সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম, মনিরা। এদের মধ্যে আগুনে সাকিবের শরীরের ৭ শতাংশ ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ, অন্তঃসত্ত্বা মনিরার ৮ শতাংশ পুড়ে গেছে।

আমার বার্তা/এল/এমই