বরগুনা-২ আসনে এনসিপির মনোনয়ন কিনলেন চারজন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটা-বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত ১১০ সংসদীয় আসন বরগুনা-২ এ লড়াই করতে মনোনয়ন কিনলেন চারজন। তারা হলেন আ. কাইয়ূম খান সোহাগ, ডা. মাহতাব উদ্দিন, সৈয়দ এম নাঈম ও মো বেল্লাল হোসেন।
তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. সুলতান আহমেদের সঙ্গে।
এই আসনে এনসিপির চার প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আ. কাইয়ুম খান। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের জোয়ার সৃষ্টি হওয়ায় তাদের প্রতিনিধি হিসেবে জয়ের ব্যাপারে আশাবাদী এই জুলাই যোদ্ধা।
কাইয়ূম খান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর এলএলবি ডিগ্রি নিয়ে আইন পেশায় জড়িত। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজসেবী ও মানবিক কর্মী হিসেবে সমাদৃত। প্রাজক ফাউন্ডেশন নামের একটি চ্যারিটি প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে নিজ এলাকায় মানব সেবায় নিয়োজিত আছেন।
নিরাপদ সড়ক চাই আন্দোলন পাথরঘাটা উপজেলার একজন উপদেষ্টা কাইয়ুম খান। শিক্ষা অনুরাগী হিসেবেও তার ভূমিকা রয়েছে। তরুণ ছাত্রদের ক্যারিয়ার গাইড লাইন প্রদানসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তিনি শুভাকাঙ্ক্ষী হিসেবে নানাবিধ ভূমিকা পালন করে যাচ্ছেন। পাথরঘাটা কলেজের গভর্নিং বডির তিনি একজন বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন।
তীক্ষ্ণ মেধাবী ও ক্ষুরধার যুক্তি সম্পন্ন মিষ্টভাষী কাইয়ূম খান সবার কাছে বেশ মিশুক ও অমায়িক ব্যবহারের মানুষ হিসেবে পরিচিত। একসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার মানব উন্নয়ন ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জুলাই অভ্যুত্থানে তিনি ঢাকায় রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন।
বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পাথরঘাটা উপজেলার প্রধান সমন্বয়কারী ও বরগুনা জেলার একজন সংগঠক হিসেবে কাজ করছেন।
তার পরে আলোচনায় ডা. মাহতাব উদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল ও আলিম পাশ করার পর রাজশাহী মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে সনোলজিস্ট হিসাবে বরিশালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।
আমার বার্তা/এল/এমই
