নিরাপত্তায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি রাজশাহী বিচার বিভাগের
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০০৫ সালে জঙ্গি হামলায় শহীদ বিচারক শহীদ সোহেল আহমেদ ও স্বর্গীয় জগন্নাথ পাঁড়ের হত্যাবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং সম্প্রতি দুর্বৃত্তের হামলায় রাজশাহীর মহানগর দায়রা জজ আদালত।মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ তাওসিফ রহমান নৃশংসভাবে খুন হওয়ায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজশাহী বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে সিনিয়র সিভিল জজ আশরাফুন্নাহার রীটার সঞ্চালনায় রাজশাহী বিচার বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিচারকদের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জুলফিকার উল্লাহ, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোস্তফা পাভেল রায়হান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. মহিদুজ্জামান ও মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মো. আব্দুর রহমান। স্মরণসভায় সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শফিউল আলম।
সভায় বক্তারা বলেন, চরম নিরাপত্তাহীনতার মধ্যেও দেশের বিচার বিভাগ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সাম্প্রতিক ঘটনা বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা–ঝুঁকির বিষয়টি নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।
তারা আরও বলেন, বিচারক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেয়া হয়।
আমার বার্তা/এল/এমই
