বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক শাটডাউনের সমর্থনে বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক তালাবদ্ধ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ তালাবদ্ধ করার ঘোষণা ঘটে। পরে রোববার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এসময় তালার সঙ্গে লেখা ছিল, ‘১৬-১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' সফল ও সার্থক হোক।’
রোববার সকালে বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করে লেখেন, ‘১৬ এবং ১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গেট তালাবদ্ধ।’
অপর একটি পোস্টে তিনি লেখেন, ‘১৬ এবং ১৭ নভেম্বর 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচির সমর্থনে বরগুনার বামনা সরাসরি কলেজের গেটে তালাবদ্ধ।’
তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি দিয়ে ফেসবুক পোস্টে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা লিখেছেন, ‘ধন্যবাদ বামনা উপজেলা ছাত্রলীগ। সরকারি কলেজ, ভূমি অফিসসহ ১০ টিরও বেশি সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন কর্মসূচি সফল করায়।’
শনিবার দিবাগত গভীর রাতে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বামনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকে শিকল দিয়ে তালাবদ্ধ করার ঘটনা ঘটে।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে এসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুল গেটে শিকল দিয়ে তালা মারা দেখতে পায়। এসময় তারা কাগজে লেখা সর্বাত্মক শার্টডাউন লেখাটিও দেখতে পায়। পরে পুলিশকে খবর দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে। তারপর নিয়মিত ক্লাস চলছে। তবে বিষয়টির সঙ্গে কারা জড়িত তা আমাদের জানা নেই।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘এ ঘটনার খবর শুনে দ্রুত ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে দ্বন্দ রয়েছে, ভূমি অফিসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, স্কুলেও দ্বন্দ রয়েছে। এসব কারনে নিজেদের লোকেরাই তালা দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’
আমার বার্তা/এল/এমই
