গাজীপুরে ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ জনকে জরিমানা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  প্রতাপ কুমার গোপ, গাজীপুর:

গাজীপুর মহানগরীর নাওজোর ও বাসন সড়ক এলাকায় তিতাস গ্যাসের অভিযানে ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

তিতাস গ্যাস গাজীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোর ও বাসন সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাওজোর মোল্লাবাড়ি রোডের ব্লু-গ্রিন ড্রাই প্রসেস নামক একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বাসন সড়ক ও ভোগড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের আবাসিক এলাকার ২৫০টি চুলার সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের জরুরি শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. আজগর আলী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. সাবিনুর রহমান, সোহেল আহমেদ, মো. নাজম এবং সহকারী ব্যবস্থাপক মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই