ই-পেপার বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

গাজীপুরে এক রাতেই তিন বাসে দুর্বৃত্তের আগুন

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৩:১৪

গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও শ্রীপুর উপজেলায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এদিকে ভোর ৫টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, এক রাতে পৃথক স্থানে তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাসসংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলের কাছেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকলেও আগুন লাগার পর সদস্যরা সময়মতো আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেননি।

তবে মডার্ন ফায়ার স্টেশন সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন দেয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।

অন্যদিকে, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসের পাশে থামেন এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

আমার বার্তা/এল/এমই

কিশোরগঞ্জে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন হেলপার

কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য

গাজীপুর ৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর ) সকাল

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার

রাজবাড়ীর দৌলত‌দিয়ায় এক কাত‌ল বি‌ক্রি হয়েছে ৫৩ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৫৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯: যাত্রী কল্যাণ সমিতি

সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের বাসে আগুন

সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

অনলাইনেই টিকিট কাটা যাবে বোটানিক্যাল গার্ডেনের

আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে ২ লাখ টাকার চুক্তিতে সন্ত্রাসী মামুন খুন

আ.লীগের নেত্রীও নেই, তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: খসরু

ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর ৫ উপায়

নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে ১৩ নভেম্বর রাজপথে থাকবে ৮ দল

চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি ৮ দলের

হাইকোর্টে ২১ বিচারপতি স্থায়ী পদে শপথ নিলেন

সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা থাকবে: ব্যবসায়ী সমিতির ঘোষণা

আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

দুর্নীতি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ: ২৩৫২ বছরের কারাদণ্ডের মুখে ইস্তানবুলের মেয়র

মুক্তিপণ নেওয়ার পর শিশুহত্যা: আসামি মকবুলের ফাঁসির আদেশ

আমেরিকায় উড়াল দিলেন সোহেল তাজ

কিশোরগঞ্জে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন হেলপার

রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা