বরগুনায় বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বরগুনার আমতলী উপজেলায় পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) রাতে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এসময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।

এসময় বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্যসচিব মো. তুহিন মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিরুল ইসলাম জহিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে আমতলীর বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন। গত সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের অনেকেই জমি-জায়গা দখল ও চাঁদাবাজির শিকার হয়েছেন। কিন্তু বিএনপি কখনও ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করে না। তাই নিরাপত্তা ও অধিকার রক্ষার বিশ্বাস থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহিন বলেন, আমতলীর বিভিন্ন এলাকার চাকরিজীবী ও বিভিন্ন পেশার অন্তত পাঁচ শতাধিক হিন্দু নারী-পুরুষ বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। সেই প্রত্যাশা থেকেই তারা বিএনপির ওপর আস্থা রেখেছেন।

তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তিনবার জনপ্রতিনিধি ছিলেন। তার সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে ছিলেন। এই আস্থার কারণেই এবারও তারা ধানের শীষের পতাকাতলে এসেছেন।

আমার বার্তা/এল/এমই