জুবিন গার্গের মৃত্যুর রহস্য উন্মোচন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সংগীতশিল্পীর রহস্যজনক মৃত্যুর আসল সত্যতা জানতে তদন্ত করছে আসাম পুলিশের বিশেষ প্রতিনিধি দল।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন সিঙ্গাপুরে গায়ক জুবিন গার্গের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়নি বরং তাকে খুন করা হয়েছিল। এই হত্যার ঘটনায় ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী তিনি বলেন, ‘বিদেশে কোনো ঘটনা ঘটে থাকলে তা নিয়ে চার্জশিট জমা দেওযার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি প্রয়োজন। আমি রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে এই বিষয় কথা বলেছি। শিগগিরই অনুমতি দেওয়া হবে।’
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল ৩-৪ দিনের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবে। তাঁরা আশা করছেন, অমিত শাহের থেকে অনুমতি পেলেই ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট দেওয়া হবে।
জুবিন গর্গের মৃত্যুর ঘটনা ষড়যন্ত্র অপরাধমূলক, অনিচ্ছাকৃত হত্যাসহ ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে। এদিকে জুবিনের মৃত্যুর পর পাঁচজন অভিযুক্ত বর্তমানে বিচার বিভাগের হেফাজতে রয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার হন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। পয়লা অক্টোবর গ্রেফতার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। ৩ অক্টোবর গ্রেফতার হয় জুবিনের টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। গ্রেফতার হয়েছে তার চাচাতো ভাই। জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে।
আমার বার্তা/এল/এমই
