সিলেটে বালুবোঝাই ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সিলেটে বালুবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চার যাত্রী আহত হন।
বুধবার (৫ নভেম্বর) সকালে শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না মিয়া জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত মুন্না মিয়া নামে এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত এবং অপর চার যাত্রী আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
