টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে খুন, গ্রেপ্তার বাবা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভাসাম্যহীন বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে ঘটে এ ঘটনা।

অভিযুক্ত বাবার নাম মুক্তার আলী। তার বাড়ি একই এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেয়া হলেও খুব একটা উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে বুক পেটে আঘাত করেন। মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার (৩) দেহ। এ ঘটনায় মা রুমি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘটনাটি সত্যিই হৃদয় বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে। এ বিষয়ে মামলা হয়েছে, আসামিকে সকালে গ্রেফতার করা হয়েছে।
 
আমার বার্তা/এল/এমই