টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোচালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভূক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে সিএনজি যাত্রী আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পথেই তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।’
  
আমার বার্তা/এল/এমই