রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ভেসে ওঠায় কাল থেকে উন্মুক্ত পর্যটন কেন্দ্র
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রায় তিন মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু।
শুক্রবার (২৪ অক্টোবর) থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে বলে জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।
ঝুলন্ত সেতুর টিকেট কাউন্টারের দায়িত্ব থাকা মো. সোহেল বলেন, ‘প্রায় তিন মাস সেতুটি পানিতে ডুবে থাকার পর আজ পাটাতন থেকে পানি নেমে গেছে। এখন সেতুরটির কিছু সংস্কারের কাজ চলছে। আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। টিকেট বিক্রিও শুরু হবে।’
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতুটি পানিতে ডুবে থাকায় কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে পর্যটন কেন্দ্রের অন্যান্য যে স্পটগুলো ছিল, সেখানে পর্যটকরা ভ্রমণ করতে পেরেছেন। তাই সেতুটি পানিতে ডুবে থাকলেও তেমন কোনো আর্থিক ক্ষতি হয়নি।
এর আগে, গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে পানিতে ডুবে যায় পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুটি। দীর্ঘ দুই মাস ২৬ দিন পর বৃহস্পতিবার ঝুলন্ত সেতুটি ভেসে উঠলো।
আগে বছরে দু-একমাস সেতুটি পানিতে নিমজ্জিত থাকলেও এবারই টানা প্রায় তিন মাসের মতো হ্রদের পানিতে ডুবে ছিল।
আমার বার্তা/এল/এমই