ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ময়মনসিংহের ত্রিশালে চাকা ব্লাস্ট হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী লেনে একটি মালবাহী ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে ট্রাকটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় পেছন দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, নিহত দুজনই ধাক্কা দেয়া ট্রাকের চালক ও হেলপার বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আমার বার্তা/এল/এমই