সাংবাদিক হায়াত উদ্দীন হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ. এস. এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল  ১১ টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে উপজেলার সকল সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধনটি  অনুষ্ঠিত হয় ।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, দৈনিক আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মোঃ রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মোঃ খোকন মিয়া,  মনির হোসেন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার, দৈনিক ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য : গত ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার এ. এস. এম হায়াত উদ্দীন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন মোটর সাইকেলে আসা কিছু দূর্বিত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ফেলে যায় । পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয় । পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।

এঘটনায় তার মা  হাসিনা বেগম বাদী হয়ে স্থানীয় বিএনপি কর্মী মো. ইসমাইল মোল্যাকে প্রধান আসামী সহ ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দ্বায়ের করেন। এঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে ।


আমার বার্তা/মো. রিমন খান/এমই