ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে চার দলীয় জোটের নেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি আসন ছেড়ে দেবার খবরে স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে স্থানীয় ‘সচেতন মহিলা সমাজ’।
গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালে ‘বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ’ ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তারা জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশে বক্তব্য দেন সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন, মোসাম্মদ নয়নতারা প্রমুখ।
বক্তব্যে সানজিদা আক্তার ফারজানা বলেন, আমরা ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই। আমরা জোনায়েদ সাকিকে চিনি না। তিনি ৫ আগস্টের পরে বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছেন। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই