সারাদেশের মতো ধর্মপাশায় ও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ধর্মপাশায় শুরু হয়েছে  টাইফয়েড টিকাদান কর্মসূচি । রোববার (১২ অক্টোবর) সকালে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুবীর সরকারের সার্বিক পরিচালনায় শুরু হয় টিকা দান কার্যক্রম। এদিকে  উপজেলার সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকাদান কর্মসূচির উদ্বোধন করেন  সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা আক্তার। এসময় টিকা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ সাইদুর রহমান  এবং  টিকা দান প্রদান করেন  পরিবার কল্যাণ সহকারী রেজিয়া সুলতানা আখি। এসময় উপস্থিত ছিলেন, সরিষার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন,সহকারী শিক্ষক মোহাম্মদ নিক্সন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে  টাইফয়েড টিকা দেওয়া হবে।


আমার বার্তা/জেএইচ