ময়মনসিংহ জেলা থেকে ঢাকাগামী সবধরনের বাস চলাচল বন্ধ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ময়মনসিংহে এক জুলাই যোদ্ধা পরিবহন শ্রমিকের মাধ্যমে নাজেহালের বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতার ১৬ টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকেই ঢাকাগামী সবধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ভোর ৬ টা থেকে কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে ফিরে গেছেন, অনেকে আবার বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক-শ্রমিকরা।
এর আগে, গত শুক্রবার নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরবর্তীতে সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের ১৬ টি বাস বন্ধের রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। পরে প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষই কর্মসূচি থেকে সরে গেলেও ১৬ টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয় ইউনাইটেড ও সৌখিন এক্সপ্রেস নামে দুই পরিবহনের সবগুলো বাস। এবার সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে বিভাগের সব জেলার ঢাকাগামী বাস।
আমার বার্তা/এল/এমই