যশোরের ডাকাতিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নিয়েছে।

চঞ্চলের স্বজনদের দাবি, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সকালে রবিউল তার বাড়ির সামনে এক ব্যক্তিকে ডেকে এনে মাদক লেনদেন করছিলেন। তখন চঞ্চলের বাবা মধু গাজী প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চঞ্চল ও তার ভাই তুহিন ঘটনাস্থলে আসেন। পাল্টাপাল্টি বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ।

প্রতিপক্ষ রবিউল, তার ছেলে মুন্না এবং ভাই বেলালসহ আরও কয়েকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দু’পক্ষের সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত রবিউল ইসলাম দাবি করেন, তিনি স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে লাইনের সমস্যা নিয়ে কথা বলছিলেন। এ সময় মধু গাজী এসে গালিগালাজ ও মারধর শুরু করেন। পরে গোলযোগ ছড়িয়ে পড়ে এবং তিনি প্রতিবেশী সাদ্দামের বাড়িতে আশ্রয় নেন। সাদ্দামও পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, সংঘর্ষের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় হত্যার অভিযোগে উভয় পক্ষের তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই