সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি নেত্রী রুহী আফজাল এর ভোট প্রার্থনা

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

  মাল্টিমিডিয়া ডেস্ক:

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, সফল নারী উদ্যোক্তা ও বিএনপি নেত্রী রুহী আফজাল।

স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, আর তাদের অংশগ্রহণেই পরিবর্তনের সূচনা হবে। এ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

রুহী আফজাল আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার ভিত্তিতে তিনি এ আসনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন।