সিলেট সীমান্তে ভারতীয় গরু ও মহিষের চালান আটক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় অবৈধ গবাদিপশুর চালান আটক অভিযান বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
 
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিছনাকান্দি বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল যৌথভাবে অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় গরু জব্দ করে।
 
অন্যদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান চালিয়ে ৩২টি এবং পাশের আরেকটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।
 
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ বলেন, ‘আটক গরু ও মহিষের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
 
তিনি জানান, আটক গবাদিপশুগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/এল/এমই