গজারিয়া গুয়াগাছিয়া এক যুবককে আটকে রেখে হাতে গুলি করার অভিযোগ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গুয়া গাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মাসুদ নামের এক যুবককে আটকে রেখে হাতে গুলি করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭  সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় ভাসার চর গ্রামের পাশে নদীর পাড়ে নৌকাতে আটকে রেখে এই ঘটনা ঘটে। আহত মাসুদ (৩১) শিমুলিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। আহত ব্যক্তি জানান পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জিতুরারির ছেলে জিহাদ, ভাতিজা সাব্বির ও কুদ্দুস সহ ১০ থেকে ১২ জন অস্ত্রধারী যুবক, প্রথমে আমাকে কাজ করা নৌকার উপর আটকে, হাত বেঁধে রেখে এক হাতের উপর গুলি করে। 

পূর্ব শত্রুতার  হিসাবে এ হামলা করেছে সন্ত্রাসী অস্ত্রধারীরা। সাত থেকে আট বছর আগে জিতু রারীকে পুলিশে গ্রেফতার করেছে। ওই ঘটনার পর থেকে জিতুরারি এবং তার সমর্থকরা আমাকে শত্রু মনে করে আসছে।

অপরদিকে আহত মাসুদের বাবা-মার ভিডিও মোবাইল  এলাকায় ভাইরাল হয়েছে। । আহত মাসুদের বাবা-মা ভিডিওতে স্বীকার করছেন ঘটনাটি মিথ্যে এবং ভুয়া।

অভিযুক্ত জিতুরারি জানান আহত মাসুদ নাটক সাজানোর চেষ্টা করছে্। আমাদের সাথে পূর্ব কোন শত্রুতা নেই। আরও জানান আহত মাসুদ ডাকাত নয়ন পিয়াস এবং আবু কালাম এর স্বজন। তাদের পরিকল্পনায় আমাদের হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যে বলছে।গজারিয়া  থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান  গুলিবিদ্ধ হওয়ার সংবাদ শুনেছি। ঘটনার সত্যতা এখনো পাওয়া যায় নাই। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।


আমার বার্তা/এমই