প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জমিয়তে সুব্বানে আহলে হাদীস ও আহলে হাদীস যুব সংঘের যৌথ উদ্যোগে বাদ জুম্মা যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসারে এবং শিশুদের মধ্যে নীতি-নৈতিকতা গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া আবশ্যক। তারা সরকারের কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হাফেজ তরিকুল ইসলাম, যশোরের নেতা মাওলানা আব্দুর রহিম, মাওলানা হারুন অর রশিদ, অধ্যাপক আকবর আলী প্রমুখ বক্তব্য দেন।

আমার বার্তা/এল/এমই