মাদারীপুরে হামলায় হাতুড়িপেটা করে যুবকের পা ভাঙল কিশোর গ্যাং
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মাদারীপুরে হামলা চালিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে। আহত অনিক মাতুব্বর পৌর এলাকার মিঠু মাতুব্বরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল অনিক। পথিমধ্যে লাকি ফার্নিচারের সামনে এসে বসেন তিনি। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাতুড়ির আঘাতে অনিকের একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আহত অনিক মাতুব্বর বলেন, বিসিক শিল্প নগরীর কিশোর গ্যাং সদস্য রাব্বি, সবুজ, সিয়াম ও সজল আমার বন্ধুদের সঙ্গে শত্রুতার জেরে আমাকে একা পেয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমার সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি এ ঘটনার বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই