ভারতীয় ভিসা আরো সম্প্রসারিত করা হবে:প্রণয় কুমার বর্মা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০ | অনলাইন সংস্করণ

  আনোয়ার হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ছবি : প্রতিনিধি

প্রতিদিন বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করছে ভারত। পরিস্থিতি আরও উন্নত হলে ভিসার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা।

আজ সোমবার  টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাই কমিশনার বলেন, “আপনারা জানেন, প্রতিদিন বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। এবং আমরা আশা করি যে পরিস্থিতি উন্নত হলে, অথবা পরিস্থিতি আরও ভালো হলে, আমরা ভিসার সুযোগ আরও সম্প্রসারিত করতে সক্ষম হব।”

প্রণয় কুমার বর্মা আরও জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভারত সর্বদা কাজ করছে এবং বাংলাদেশিদের চিকিৎসা সুবিধা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।