কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের  ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ ইং  সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

কুলিয়ারা উচ্চ বিদ্যালয় চৌদ্দগ্রাম উপজেলার একটি স্বনামধন্য বিদ্যাপিঠ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাদানের ব্যাপক ভূমিকা রেখে আসছে। ১৯৭৫ সাল থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় বিদ্যালয়টি। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ৫০ বছরে পদার্পন করেছে।

এই উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন মজুমদার সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন মজুমদার বলেন, প্রতিষ্ঠাকালীন ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টায় কুলিয়ারা উচ্চ বিদ্যালয় গড়ে উঠে। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন। এই সুবর্ণ জয়ন্তীতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সব চেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তী  উদযাপন কমিটি।

তিনি আরো জানান, কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে রেজিষ্ট্রেশন সম্পন্ন হচ্ছে অনলাইনের মাধ্যমে যা থেকে তৈরী হবে স্মরণিকা। ইতো মধ্যেই ৫০০ জন ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন সম্পন্ন করছেন এবং আগামী নভেম্বরের মধ্যে ২ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী রেজিষ্ট্রেশন করবেন বলে আশা করছেন।


আমার বার্তা/এমই