পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. হারুন বিশ্বাস নামের ব্যক্তি। 

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় কালুখা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে হারুন বিশ্বাস জানান, তার নিজ ঘর থেকে একটি রিচার্জঅ্যাবল ব্যাটারি চুরি হয়। এ বিষয়ে চোর শনাক্ত করার ক্ষেত্রে তৎপরতা শুরু হয়। সে বিষয়টি ধামাচাপা ও একই বাড়ির মোজাম্মেল বিশ্বাস তার নিজ স্ত্রীর সাথে ঝগড়াঝাটিসহ মারধর করলে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। তার স্ত্রীকে হারুন বিশ্বাসকে বাপের বাড়ি থেকে এনে দিতে বললে তাতে রাজি না হওয়ায় প্রতিহিংসামূলকভাবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত জোসনা বেগমকে টাকা দিয়ে এ মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। তাই, এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান হারুন বিশ্বাস।
 
সংবাদ সম্মেলনে জোসনার ছোট ভাই মাসুম হাওলাদার, মামা মুজাফফর বিশ্বাস, ছত্তার বিশ্বাস ও প্রতিবেশী আ. মন্নান হাওলাদার জানান, এ মামলা হওয়ার পর জোসনা বলেছে, মোজাম্মেল বিশ্বাস তাকে ভুল বুঝিয়ে এ মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করিয়েছে এবং তাদের কাছে জোসনার স্বীকারোক্তির অডিও রেকর্ডও আছে। 

বলে রাখা ভাল, গত ১১ সেপ্টেম্বর পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের বাসিন্দা মো. শাহ আলম মৃধার স্ত্রী জোসনা বেগম (৪০) বাদী হয়ে বরগুনা জেলার আমতলীর রাওগা গ্রামের বাসিন্দা মৃত আফছার উদ্দিনের ছেলে মো. জিয়াউল হক (৩৫) ও উপজেলার গোলখালীর বড় গাবুয়া গ্রামের বাসিন্দা নুর হোসেন বিশ্বাসের ছেলে মো. হারুন বিশ্বাসকে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

আমার বার্তা/এল/এমই