গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জামায়েত ইসলামী, উপজেলা শাখা উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গজারিয়া থানার সংলগ্ন সমাবেশ শেষে ও বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে গজারিয়া উপজেলা শাখা আমির মাওলানা নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সুরা সদস্য ও মুন্সিগঞ্জ ৩ আসন কমিটির সভাপতি, আরশাদ আলী ঢালী, বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের দাঁড়িপাল্লা মার্কা প্রতীক প্রার্থী প্রফেসর আবু ইউসুফ।
আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা নায়েবে আমির ও জেলা সুরা সদস্য মো. সুরুজ মাস্টার, সাবেক উপজেলা আমির শাজাহান সরকার, বাউসিয়া ইউনিয়ন আমির জয়নাল আবেদীন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কর্মসূচি সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক নাসির সরকার।
অপরদিকে ইসলামী আন্দোলন গজারিয়া শাখা উদ্যোগে সকাল ১০ ঘটিকার সময় গজারিয়া থানা গেট সংলগ্ন সমাবেশ কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সমাবেশ শেষে গণ মিছিল নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ড হয়ে ভবেরচর বাজারে গিয়ে মিছ শেষ করে সংগঠন নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায়, মাওলানা আলামিন সরকারের সভাপতিত্বে সমাবেশে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বক্তব্য রাখেন, মাওলানা মাহাবুব আল কাসেমী,মুফতি আফজাল হোসেন, মাওলানা দ্বীন ইসলাম, মো. দুলাল মাস্টার, হাজী মো. শাহজালাল সহ আরোও অনেকে।
আমার বার্তা/এমই