মাদারীপুরের শিবচরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, যুবক গ্রেফতার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মাদারীপুরের শিবচরে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
গ্রেফতার সবুজ রাজধানী ঢাকার ইব্রাহীমপুর থানার পশ্চিম শেওড়া পাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে সে শিবচরের যাদুয়রচর এলাকায় বসবাস করেন। এর আগে ৪ মাস নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন সবুজ। ভাড়া নিয়ে দ্বন্দ্ব হওয়ায় সম্প্রতি ঘর ছেড়ে দেয় সে।
র্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ‘চর কাঁচিকাটা’ গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমের গলাকাটা মরদেহ তালাবদ্ধ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ২৩ সেপ্টেম্বর নিহতের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিবচরের পাঁচ্চর থেকে ঘটনায় জড়িত থাকায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে র্যাব-৮। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করে র্যাব। শুক্রবার দুপুরে বিশেষ আদালতে সবুজকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব-৮ -এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ‘কৌশলে ঘরে প্রবেশ করে সবুজ। পরে ঘরের ভেতর থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধা বিষয়টি টের পায়। ঘটনার সাক্ষী না রাখতেই বৃদ্ধাকে গলাকেটে হত্যা করে সটকে পড়ে ওই যুবক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজকে গ্রেফতার করে র্যাব। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত।’
আমার বার্তা/এল/এমই