ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন চান আহসান উদ্দিন খান শিপন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
মাহমুদুল হাসান,মাল্টিমিডিয়া প্রতিনিধি( ব্রাহ্মণবাড়িয়া):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের নোয়াঁগাও গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়ী (পাঠান বাড়ীতে) জন্মগ্রহণ করেন। তার দাদা মরহুম আব্দুর খান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মহুকুমা মুন্সেফ কোর্টের প্রথম শ্রেণীর কর্মকর্তা, পিতা মরহুম বোরহান উদ্দিন খান ব্রিটিশ কোম্পানীর কর্মকর্তা ছিলেন।
ব্রিটিশ কোম্পানীর বৃত্তি প্রাপ্ত আহসান উদ্দিন খান শিপনের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় ঢাকার বিখ্যাত সাইন্স ল্যাবরটরী স্কুল থেকে। পরবর্তী সরাইল উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১৯৯১, সরকারী তোলারাম কলেজ নারায়নগঞ্জ থেকে এইচএসসি ১৯৯৩ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে দশম শ্রেণীতে পড়াকালী নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ লাভের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক রাজনীতির যাত্রা শুরু করেন। পরে যথাক্রমে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের, সদস্য, সহ-ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সমাজ সেবা সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক,
সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির তিন বারের অন্যতন সদস্য, সরাইল উপজেলা বিএনপির তিন বারের অন্যতম সদস্য।
আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি, সভাপতি, নোয়াগাঁও শেখ আশরাফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ২০২৫ কার্যক্রম কমিটির 'টিম লিডার'এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবং রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থী ছিলেন।
অন্যদিকে তিনি একজন লেখক। তাঁর লেখা কাব্যগ্রন্থ, 'প্রিয়তির কাব্য'২০০৩ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'প্রত্যয়, প্রেম ও দ্রোহ' নামে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়াও তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক 'কমল সামাজিক আন্দোলন'নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী। 'তৃণমূল পার্লামেন্ট' নামে তাঁর প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে তিনি সরাইল ও আশুগঞ্জের হতদরিদ্র মানুষের সেবায় কাজ করছেন।
তিনি ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০২৩ সালে কারাভোগ করেন এবং অসংখ্য রাজনৈতিক মামলার আসামী হয়ে ফেরারী জীবন কাটিয়েছেন। তাছাড়া বিগত এক বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সূচিত রাষ্ট্র সংস্কার নীতির ৩১ দফা নিয়ে সরাইলে শতাধিক উঠান বৈঠক করেছেন। এছাড়া তিনি সরাইলে প্রথমবারের মত শহীদ আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছেন।
জনবান্ধন ও মেধাবী নেতৃত্ব জনাব আহসান উদ্দিন খান শিপন ইতিমধ্যেই সরাইল ও আশুগঞ্জের জনমানুষের আকাংখা পূরনে মানুষের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন। সরাইলের সন্তান হিসেবে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করছেন।
দলীয় আদর্শে অবিচল থাকা, সততা, ত্যাগ, যোগ্যতা ও দক্ষতার নিরীখে দল তাকে যথার্থ মূল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আহসান উদ্দিন খান শিপন।
তিনি বলেন, বিএনপির মনোনয়ন পেলে দলমত শ্রেণি-পেশা নির্বিশেষে জনগণের অকুণ্ঠ সমর্থনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দেবো এবং সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে আরও উন্নত ও আলোকিত উপজেলায় রূপান্তর করবো।