খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণ: বিচারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলমান এই অবরোধে সড়কগুলোতে টায়ার জ্বালানো ও ব্যারিকেড বসানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অবরোধের কারণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর এলাকায় কিছু ব্যাটারিচালিত অটো রিকশা চলাচল করতে দেখা গেছে। সড়ক অবরোধ ও বাজার বারের কারণে সাধারণ মানুষ ও সাজেকে ঘুরতে আসা পর্যটকরা সমস্যায় পড়েছেন।
 
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরুদ্ধ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার তদন্তে সেনাবাহিনীর বাজার বারের পুলিশ শয়ন শীল নামে এক ব্যক্তিকে আটক করেছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
এর আগে গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে গণধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ছাত্রীকে উদ্ধার করেন। ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিন জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।

আমার বার্তা/এল/এমই