পঞ্চগড়ে এনআইডি জালিয়াতির মূল হোতাওতার সহযোগী জেল হাজতে

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৯ | অনলাইন সংস্করণ

  মোঃ প্লাবন ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিনিধি, দেবীগঞ্জ:

পঞ্চগড়ে এনআইডি জালিয়াতি মামলায় দুইজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) বোদা আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। তারা হলেন- দেবীগঞ্জ টেপ্রীগঞ্জ কাদেরের মোড় এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোস্তফা কামাল (৪২) ও বোদা উপজেলার মারেয়া নতুন বস্তি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে জালাল হাজী(৫৫)। 

আইনজীবী মো. রাকিবুত তারেক বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ভারতীয় নাগরিক জালিয়াতি করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র করার অভিযোগে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জের নাজমুল হুসাইন বাপ্পি সংবাদের কাটিংসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করে। তার পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার স্পেশাল ব্রাঞ্চ বিষয়টি অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোদা থানায় পাঠানো হয়। পরে বোদা থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডলকে দায়িত্ব দেন। তদন্ত করে তিনি গত ২৫ আগস্ট ভারতীয় দুইজনসহ ৯ জনের নামে মামলা  করেন।