জেলা নবীন দলে পদ পেলেন নবীনগরের একাধিক কর্মী

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  মোঃ হিমেল সরকার, নবীনগর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) :

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী নবীন দলের একাধিক পদে পদ পেলেন নবীনগর উপজেলা নবীন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহেল রানা স্বাক্ষরিত এ কমিটিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে উৎফুল্ল স্থানিয় নেতাকর্মীরা। 

নবীনগর উপজেলার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে মো. সাইদুল ইসলাম, হৃদয় ইসলাম ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শরীফ উদ্দিন, বিল্লাল সৈয়দ, মো. আলমগীর, মো. কাউছার আহমেদ, সহ-সাংগঠনিক পদে রয়েছেন মো. হিমেল সরকার, মো. আব্দুল মোতালেব, মো. হোসেন, মো. মনির হোসেন, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোক্তার আকবর, ত্রান বিষয়ক সম্পাদক মো. নাদের হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিক মিয়া।

মো. শরীফ উদ্দিন বলেন, আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে জেলা নবীন দলে একজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্মান দেয়ায়। দোয়া করবেন, আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। 

মো. হিমেল সরকার বলেন, জেলা কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত। আমাকে যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে তা যাতে আমি সম্মানের সাথে পালন করতে পারি।