চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ ৮ যুবক আটক করেছে সেনাবাহিনী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আট যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের গুইল্লা ছড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ আর্মি ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন আরিফ আসমাত জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানান, কিছু শ্রমিক আহম্মদ হোসেন চেয়ারম্যানের ভাইয়ের লেবু বাগানে কাজ করতে যান সকালে। তখন সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে লেবুবাগানে শ্রমিকদের মারধর করে আটকিয়ে রাখার চেষ্টা করেন।
পরে তারা ফোরকান (২৬) নামে একজনকে মারধর করেন। পরবর্তীতে লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ থেকে ৬ জনকে ধাওয়া দেন। এরপর সেনাবাহিনীকে সংবাদ দেয়া হয়। সেনাবাহিনী সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আহত শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তবে আটকরা শান্তিবাহিনী লোকজন বলে ধারণা করছেন শ্রমিকরা।
আমার বার্তা/এল/এমই