নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে পুড়ে নিহত ২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা আরও দুইজন আহত হন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির। 

ফায়ার সার্ভিস ও পুলিশ জানাই, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুইজনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। 

আমার বার্তা/এল/এমই