চন্দনাইশে প্রজ্ঞালোক কিন্ডার গার্টেন'র উদ্যোগে হরলিক্স বিতরণ কর্মসূচি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  তৌফিক আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী ৫নং ওয়ার্ড বড়ুয়া পাড়ার শিক্ষা প্রতিষ্ঠান প্রজ্ঞালোক কমপ্লেস কর্তৃক পরিচালিত প্রজ্ঞালোক কিন্ডার গার্টেন এর উদ্যোগে গ্রামের বয়োজ্যেষ্ঠ ও শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ হরলিক্স বিতরণ কর্মসূচি পালিত হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে  হরলিক্স বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু নিবু বড়ুয়া এবং আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমত সত্যপাল ভিক্ষু। 

এতে কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক রুজি বড়ুয়া এর সভাপতিত্বে এবং সুধীর বড়ুয়া সঞ্চালনায় অন্যনদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক খুশি আক্তার ,নাসরিন আক্তার, শিক্ষক প্রকৃতি চৌধুরী, বাবুল চৌধুরী, বাবু শ্যামল বড়ুয়া, বাবু শিশু মিত্র বড়ুয়া, শিমুল বড়ুয়া , ভবতোষ বড়ুয়া, অনিল বড়ুয়া , বসুমিত্র বড়ুয়া, নেপাল বড়ুয়া প্রমুখ।

 প্রজ্ঞালোক কমপ্লেস প্রতিষ্ঠানটি এলাকায় অত্যন্ত সুনামের সাথে ধর্মীয় কর্মকান্ড, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন ভুমিকা রেখে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রজ্ঞালোক কমপ্লেস কর্তৃক পরিচালিত প্রজ্ঞালোক কিন্ডার গার্টেন এর উদ্যোগে গ্রামের বয়োজ্যেষ্ঠ ও শিশু শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ হরলিক্স বিতরণ হয়।