রাঙ্গামাটি জেলা পরিষদে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে সাজেকে গাড়ি পার্কিং নির্মাণের নামে ৩ কোটি টাকা লোপাট, কফি ও কাচুবাদাম প্রকল্পে চারা বিতরণে অনিয়মসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
রাঙ্গামাটি জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলার উপপরিচালক জাহিদ কামাল।

এ সমসয় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ সরোয়ার হোসেন।

আভিযান শেষে দুদক উপরিচালক জাহিদ কামাল বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাট, অনিয়ম, ঘুম গ্রহণসহ নানা অভিযোগে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়ারসহ বিভিন্ন কাগজপত্র চেয়েছিলাম, তারা সেটা তাৎক্ষণিক ভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন। সেগুলো আমাদের প্রদান করার জন্য বলেছি। উক্ত ডকুমেন্ট হাতে পেলে পর্যালোচনা করে কোনো অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান এসে আমরা অধিকাংশ অফিসার, স্টাফ অফিসে অনুপস্থিত পেয়েছি।

আমার বার্তা/এল/এমই