চিত্রা নদীতে গোসলে নেমে জালে পা আটকে ডুবে গেল প্রাণ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যশোরে চিত্রা নদীতে গোসল করতে নেমে মাছ ধরা জালে পা আটকে পানিতে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার গহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত গালিব ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, গালিব সকালে তাদের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নামে। এ সময় মাছ ধরা জালে পা আটকে সে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন ভেসে উঠতে দেখে তার বাড়িতে খবর দেয়।
বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি আবুল হাসনাত।
আমার বার্তা/এল/এমই