যশোরের ঝিকরগাছায় বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যশোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৩৮ নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, রুহুল কুদ্দুস তার পিকআপ (যশোর-ন ১১-০৩৯৪) নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। ঝিকরগাছা পারবাজার এলাকায় পৌঁছলে বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক রুহুল কুদ্দুস।
 
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি নূর মোহাম্মদ।

আমার বার্তা/এল/এমই